বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
সোনার চামচ
আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

 

মহসিন আলম মুহিন

 

সবার ভাগ্যে কি সোনার চামচ জোটে,

কেউ অনেক উঁচু তলায় ফোটে-

আবার কেউ জন্মায় কুঁড়ে ঘরে,

নানা কানন, নানান ফুলে ভরে।।

 

মাটির মানুষ মাটিতে গড়াগড়ি,

ধূলাবালি মাখানো তনু উঠে আহাজারী-

অন্নের অভাব জননীর পেটে পাথর,

দুধের শিশুরা পায় না দুধের কদর।।

 

আবার প্রসন্ন কপালে যারা আসে,

ধরাধামে তারা শুরু থেকে সুখে ভাসে-

শেষাবধি সব ভালোই ভাগ্যে জোটে,

হাসি খুশি ভরে থাকে তাদের দু’টি ঠোঁটে।।

 

বিধাতার এই দুনিয়ায় কত রূপ দেখা যায়,

কত কিছু চলে ধরায়, হিসাব মিলানো ধায়-

কত জীবন শুরু থেকে সুখ পায় কত শত,

মহাসুখের মাঝে জীবনটা কাঁটায় ইচ্ছামত।।

 

আবার কারো জীবনটা কাটে হতাশায়,

কায়িক শ্রম, অনাহারে অর্ধাহারে দিন চলে যায়-

কোন রকমে সময়গুলো এলোমেলো দেয় পাড়ি,

সব সময় কি যেন হারাবার ভয়-মনটা মৃত্যুপুরী।।

 

সুন্দর বাড়ী, শিক্ষার রকমারি, দামী দামী গাড়ি,

আরাম আয়েশ মুগ্ধ পরিবেশ জীবন রকমারি,

পোশাক কাড়িকাড়ি যেন বিলাসী জীবন গাঁথা;

কারো কোনমতে প্রাণটা বাঁচে দুঃখের নক্সীকাঁথা।।

 

সোনার চামচ লয়ে এই ধরণীতে যারা আসে,

তাদের জীবন আর ধূলিমাখা প্রাণে ব্যবধান বসবাসে-

সৃষ্টি কর্তার সকল সৃষ্টিই সুন্দর বড় যে মহান,

কেন যেন তবুও মানে না মন কেঁদে কেঁদে উঠে প্রাণ।।

 

# মহসিন আলম মুহিন

খামার গ্রাম কলেজ পাড়া

থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন