

মহসিন আলম মুহিন
সবার ভাগ্যে কি সোনার চামচ জোটে,
কেউ অনেক উঁচু তলায় ফোটে-
আবার কেউ জন্মায় কুঁড়ে ঘরে,
নানা কানন, নানান ফুলে ভরে।।
মাটির মানুষ মাটিতে গড়াগড়ি,
ধূলাবালি মাখানো তনু উঠে আহাজারী-
অন্নের অভাব জননীর পেটে পাথর,
দুধের শিশুরা পায় না দুধের কদর।।
আবার প্রসন্ন কপালে যারা আসে,
ধরাধামে তারা শুরু থেকে সুখে ভাসে-
শেষাবধি সব ভালোই ভাগ্যে জোটে,
হাসি খুশি ভরে থাকে তাদের দু’টি ঠোঁটে।।
বিধাতার এই দুনিয়ায় কত রূপ দেখা যায়,
কত কিছু চলে ধরায়, হিসাব মিলানো ধায়-
কত জীবন শুরু থেকে সুখ পায় কত শত,
মহাসুখের মাঝে জীবনটা কাঁটায় ইচ্ছামত।।
আবার কারো জীবনটা কাটে হতাশায়,
কায়িক শ্রম, অনাহারে অর্ধাহারে দিন চলে যায়-
কোন রকমে সময়গুলো এলোমেলো দেয় পাড়ি,
সব সময় কি যেন হারাবার ভয়-মনটা মৃত্যুপুরী।।
সুন্দর বাড়ী, শিক্ষার রকমারি, দামী দামী গাড়ি,
আরাম আয়েশ মুগ্ধ পরিবেশ জীবন রকমারি,
পোশাক কাড়িকাড়ি যেন বিলাসী জীবন গাঁথা;
কারো কোনমতে প্রাণটা বাঁচে দুঃখের নক্সীকাঁথা।।
সোনার চামচ লয়ে এই ধরণীতে যারা আসে,
তাদের জীবন আর ধূলিমাখা প্রাণে ব্যবধান বসবাসে-
সৃষ্টি কর্তার সকল সৃষ্টিই সুন্দর বড় যে মহান,
কেন যেন তবুও মানে না মন কেঁদে কেঁদে উঠে প্রাণ।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ-এনায়েতপুর উপজেলাঃ-চৌহালী জেলাঃ-সিরাজগঞ্জ বিভাগঃ-রাজশাহী দেশঃ-বাংলাদেশ মোবাইল নং-০১৭১৬৯১৩৯৩৯