

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মাদ গিয়াস উদ্দিনের পক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গনসংযোগ ও লিফলেট বিতরন করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিলের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার কমিটির উদ্যোগে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের মিজমিজি , তালতলা ক্লাব, সিদ্ধিরগঞ্জ পুল, সিআই খোলাসহ বিভিন্নস্থানে সাধারন মানুষ, ব্যাবসায়ী ও পথচারীদের মাঝে নির্বাচনের গনসংযোগ ও লিফলেট লিফলেট বিতরন করা হয়েছে।
নির্বাচনের গনসংযোগ ও লিফলেট বিতরনের সময় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা কমিটির নেতৃবৃন্ধ এলাকার সাধারন মানুষ, ব্যাবসায়ী ও পথচারীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ গিয়াস উদ্দিন এবার নারায়ণগঞ্জ ৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহন করবেন তাই আমরা তার নির্বাচনী সালাম সাধারন মানুষ ও এলাকার প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতেছি।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতাকর্মীসহ, সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের জসিম উদ্দিন বুলবুল, মনজুরুল ইসলাম, শ্হা আলীসহ মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন পুলক, সাংগঠনিক সম্পাদক রাজিব, নাসিক ৪ নং ওয়ার্ড বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।