বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
সংসদীয় আসনের সীমানা পরিবর্তন : জটিল সমীকরনের মুখোমুখি সাদরিল
আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নারায়ণগঞ্জ ৫ আসন থেকে নির্বাচন ঘোষনা দিয়েছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক দুই বারের নির্বাচিত কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল। তবে বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করার পর জটিল সমীকরনের মুখোমুখি হয়ে পড়েছেন তিনি। পুর্বে সিদ্ধিরগঞ্জ কে নারায়নগঞ্জ ৫ আসনের সাথে সম্পৃক্ত করে গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন কিন্তু বর্তমানে সিদ্ধিরগঞ্জ কে নারায়ণগঞ্জ ৩ আসনের সাথে সংযুক্ত করে দিয়েছে এতে করে তার ঘোষিত আসন থেকে নির্বাচন করার ঘোষনা অনেকটাই থমকে দাড়িয়েছে ।

স্থানীয় নেতাকর্মীদের সাথে কথা বলে জানাযায়, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি মুহাম্মাদ গিয়াস উদ্দিনের ঘাটি হিসেবে পরিচিত ৪ আসন থেকে মনোনয়ন চাইতে পারে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক দুই বারের নির্বাচিত সফল কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল। কারন হিসেবে নেতাকর্মীরা বলেন, নারায়ণগঞ্জ ৪ আসন যেহেতু তার বাবার ঘাটি হিসেবে পরিচিত এবং ফতুল্লা এলাকার নেতাকর্মীদের সাথে সাদরিলের রয়েছে গভীর সম্পর্ক তাই তারা মনে করেন সাদরিল নারায়ণগঞ্জ ৪ আসন থেকে নির্বাচন করার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। অন্যদিকে অনেক নেতাকর্মী মনে করেন সাদরিল যেহেতু নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পর পর দুই বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন তাই নারায়ণগঞ্জ ৫ আসনেও তার ব্যাপক পরিচিত রয়েছে সে হিসেবে তিনি চাইলে সেখান থেকেও দলীয় মনোনয়ন চাইতে পারেন । অনেক নেতাকর্মী বলেন, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করার পর জটিল সমীকরনের মুখোমুখি হয়ে পড়েছেন সাদরিল।

এ বিষয়ে গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই বারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছি নারায়ণগঞ্জ ৫ শহর ও বন্দরে আমার ব্যাপক নেতাকর্মী রয়েছে অন্যদিকে নারায়ণগঞ্জ ৪ ফতুল্লার সাথে রয়েছে আমার পরিবারের আত্বার সম্পর্ক সেখানেও বিএনপি’র নেতাকর্মীরা আমাকে ভালবাসে । আমি যেহেতু জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষনা দিয়েছি ইনশাআল্লাহ আমি নির্বাচন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তবে খুব তাড়াতাড়ি আপনাদের সিদ্ধান্ত জানাবো।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ ৫ (নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন) নিয়ে গঠিত সংসদীয় আসন (২০৮) থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয়তবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক দুই বারের নির্বাচিত সফল কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল। বুধবার (৩০ জুলাই) রাতে নাসিক ৫নং ওয়ার্ডে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ ঘোষনা দেন।

প্রসঙ্গত : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৬টি সংসদীয় আসনে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দাবি-আপত্তি আহ্বান করার পর মোট ৮৪টি সংসদীয় আসনের আবেদন জমা পড়ে। এই ৮৪ আসনের শুনানি করে ৪৬টি আসনের সীমানা পুননির্ধারণ করে কমিশন। তবে সীমানা পুননির্ধারণের খসড়ায় ৩৯ আসনে পরিবর্তন এনে দাবি-আপত্তি আহ্বান করে ইসি। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ৩০০ আসনের পুননির্ধারিত নির্বাচনী এলাকার চূড়ান্ত তালিকার গেজেট প্রকাশ করা হয়েছে। সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের ২৫৪টি সীমানা বহাল রাখা হয়েছে, বাকিগুলোয় পরিবর্তন এসেছে। এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি ৩০ জুলাই ৩০০ আসনের খসড়া প্রকাশ করেছিল। এরপর দাবি-আপত্তি শুনানি শেষে তা নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা পুননির্ধারণ করা হয়।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন