

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশের জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে আমি দলের সকল নেতা-কর্মী, সমর্থক ও দেশপ্রেমিক জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদ, গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি ও উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন, তারই ধারক-বাহক আজকের বিএনপি। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্রের প্রতিষ্ঠা, সুশাসন ও জাতীয় স্বার্থ রক্ষার সংগ্রামে অবিচল থেকেছে।
এই দীর্ঘ ৪৭ বছরের পথচলায় বিএনপি যেমন গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে, তেমনি দেশকে উন্নয়ন, অগ্রগতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক— শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তারুণ্যের আইকন তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও বেগবান করবো।