

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহে উপস্থিত হওয়ায় অনুষ্ঠান থেকে সাংবাদিকদের চলে যেতে বললেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ। এ নিয়ে সাংবাদিক মহলে চলছে আলোচনা-সমালোচনা ও নিন্দার ঝড়।
শনিবার (২৩ আগস্ট) সন্ধায় সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত আগামী ১ সেপ্টম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষীকি অনুষ্ঠানের প্রস্তুতি মূলক আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ আরো অনেকে।
অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় ৪০ মিট পর রিয়াজ ইসলাম রিয়াজ হঠাৎ মাইক দিয়ে সকলের উপস্থিতিতে তিনি বলেন, আমাদের এই অনুষ্ঠানে কোন সাংবাদিককে দাওয়াত দেওয়া হয় নাই তাই আপনারা এ অনুষ্ঠান থেকে চলে যান, আপনাদের প্রয়োজন নেই। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আয়োজিত সভা হলেও থানা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদক উপস্থিত দেখা য়ায় নাই, তাও নিয়ে চলছে আলোচনা সমালোচনা। তা হলে কাদের নিয়ে এই থানা বিএনপির ব্যানারে প্রস্তুতি সভা করছে মামুন মাহামুদ ও রিয়াজুল ইসলাম রিয়াজরা?