বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
গোয়েন্দা পুলিশের অভিযানে বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ শাহ গ্রেফতার।
আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

 

চিফ রিপোর্টার: মোঃ মৃদুল শাহারিয়ার পিয়াস: 

রাজধানীর যাত্রাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সক্রিয় সদস্য মারুফ আহম্মেদ শাহ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বঙ্গবন্ধু পরিষদ যাত্রাবাড়ী থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

 

থানা সূত্রে জানা যায়, মারুফ আহম্মেদ শাহ আগেই একটি মামলার আসামি ছিলেন। ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় মামলা নং-৬০, তারিখ ২০ এপ্রিল ২০২৫-এ সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৮/৯/১০/১২ ধারায় ওই মামলা রুজু করা হয়েছিল।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ২০২৫ ভোরে যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা গোপন বৈঠক করে। অভিযোগে বলা হয়, তারা সরকার ও রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করা, অস্থিতিশীলতা সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে প্রায় ৫০-৬০ জন নেতা-কর্মী পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে স্লোগান দিতে দিতে আশেপাশের গলির রাস্তা দিয়ে পালিয়ে যায়। এসময় দুজনকে আটক করা হয়, তাদের দেয়া তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে মারুফ আহম্মেদ শাহকে গ্রেপ্তার করা হয়।

 

এজাহারে উল্লেখ রয়েছে, গ্রেফতারকৃত ও পলাতক আসামিরা পরস্পরের যোগসাজশে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা বিপন্ন করার ষড়যন্ত্র এবং সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়েছে।

 

গোয়েন্দা বাহিনী সদস্য জানান পূর্বের মামলার ভিত্তিতেই মারুফ আহম্মেদ শাহকে গ্রেফতার করা হয়েছে এবং প্রচলিত আইনানুগ কার্যক্রম ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

অন্য দিকে মারুফ আহম্মেদ শাহ এর দুই ভাই শরিফ আহমেদ ও আরিফ আহমেদ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে আসামি মারুফ আহম্মেদ শাহ আটক হওয়ার ঘটনায় সায়দাবাদ ট্রেড সেন্টার ভবনের একাংশের মালিকের ছেলে সাংবাদিক মোঃ বশির আহম্মেদ (সানি)কে দোষারোপ করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও মারধরের হুমকি ধামকি দেওয়ার তথ্য পাওয়া যায় । এরপর আমাদের প্রতিনিধি মোঃ বাদল হুমকির তথ্যের বিষয়টি অনুসন্ধান করতে গেলে গোয়েন্দা বিভাগের অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে। আরও জানা যায় সায়দাবাদ এলাকায় ২৫/৪/২০১৮ ইং তারিখে বহুতল ভবন নির্মাণের জন্য বিভিন্ন জমির মালিকদের সঙ্গে উক্ত আসামি মারুফ ৫ বছর মেয়াদি চুক্তি করে, চুক্তির মেয়াদ শেষ হলেও আসামি মারুফ ভূমি মালিকদের প্রাপ্য অংশ বুঝিয়ে না দিয়ে উল্টো ভয় ভীতি ও হত্যার হুমকি ধামকি দেয়। যার প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ও সাধারণ ডায়রি লিপিবদ্ধ করা হয়। যার জিডি নং – ১১৪৯ তারিখ- ১৪/২/২০২৪ এবং ১৮০২ তারিখ – ২৫/১২/২০২৪। পরবর্তীতে মারুফ এবং তার কোম্পানি মারুফ প্রপার্টিজ লিঃ (নিষিদ্ধ সংগঠনে অর্থ যোগানদাতা) এর বিরুদ্ধে জমির মালিকপক্ষের একাংশ আদালতে দেওয়ানি মামলা দায়ের করেন। যার মামলা নং আরবিট্রেশন মিস কেস ৪৯৬/২০২৪। এই মামলায় বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ফ্ল্যাট/জমি ক্রয়-বিক্রয় ও হস্তান্তরের উপর নিষেধাজ্ঞা জারি করে আদেশ দেন। কিন্তু সে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমির মালিকদের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় নিয়ে জোর পূর্বক ফ্ল্যাট বিক্রয় ও হস্তান্তর করে। ভূমিদস্যু মারুফ আহমেদ শাহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন এর প্রভাব খাটিয়ে বিভিন্ন নিরিহ মানুষের ভূমি জবর দখল করে ব্যবসা করে আসছে।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন