

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ আগস্ট ) বিকেলে ৫নং ওয়ার্ডের বটতলা বালুর মাঠ সংলগ্ন মাঠে কার্যালয়টি উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও নাসিক সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল এতে সভাপতিত্ব করেন নাসিক ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম।
এ সময় গোলাম মুহাম্মদ সাদরিল বলেন, সিদ্ধিরগঞ্জের মাটি সব সময়ই বিএনপির ঘাটি, আমি যখন জানতে পারলাম এখানে বিএনপির একটি কার্যালয় নেই এতে খুব কষ্ট পেলাম। আমি এলাকার মানুষকে আস্বস্ত করে বলেছিলাম ৫নং ওয়ার্ডে একটি কার্যালয় করে দিব আমি কথা রেখেছি আজকে দলীয় অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করতে পেরে আমি গর্বিত। আমি যতদিন বেঁচে থাকবো এই কার্যালয়ের সকল দায়িত্ব বহন করবো। বিএনপির আদর্শের লেকজন এই কার্যালয়ে বসে দলের কার্যক্রম পরিচালনা করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবেন। দলকে আরো সুসংগঠিত করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করবেন। তিনি বলেন আমি বিএনপিকে ভালোবাসি এ দলের জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
এ সময় উপস্থিথ ছিলেন, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপি’র সদস্যও মহানগর যুবদলের সিনিয়র নেতা শাহজালাল কালু, মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুব মুন্সী, জালাল উদ্দিন কলি, জসিম উদ্দিন বুলবুলসহ স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা।