

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধিরগঞ্জ থানা ও নাসিক ৫নং ওয়ার্ড শাখা। শুক্রবার (১৫ আগস্ট) বাদ আসর নাসিক ৫নং সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ৫নং ওয়ার্ড ছাত্রদলের নেতা মেহেদি হাসানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সিদ্ধিরগঞ্জ ওমরপুর শাহী জামে মসজিদের খতিব মুফতি বেলাল হোসাইন মিলাদ পরিচালনা করেন। মিলাদ শেষে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছি। আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করেছি। আল্লাহ যেন আমাদের নেত্রীকে দ্রুত সুস্থ করে দেন।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, মহানগর যুবদলের সিনিয়র নেতা শাহজালাল কালু, আলী আকবর, মো: সেন্টুসহ ছাত্রদলের সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।