র্যাব-১০ এর বেড়াজালে রাজধানীর ধোলাইপাড় হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী সুমন (৩২) গ্রেফতার।


চীফ রিপোর্টার:মোঃ মৃদুল শাহারিয়ার পিয়াস :
আজ ০৭/০৮/২৫ ইং,রোজ বৃহস্পতিবার দুপুর অনুমানিক ০২.০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা ডিএমপি,যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় মোড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান কালীন সময় ঢাকার পল্টন মডেল থানার মামলা নং- ০৭(০৩)১৩, দায়রা মামলা নং- ১০৪৮/১৭ এর যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত আসামী মোঃ সুমন (৩২), পিতা- মোঃ দানু, সাং- বেলাকান্দি, থানা- দাউদকান্দি, জেলা- কুমিল্লা’কে গ্রেফতার করে র্যাব-১০ এর আভিযানিক দল।
অতঃপর,গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম পক্রিয়াধীন সমাপ্ত করেন র্যাব-১০।
এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন