

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
আমরা শক্তি আমরা বল আমরা জিয়া সৈনিক দল স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের রূপগঞ্জ থানার ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১ টায় সিদ্ধিরগঞ্জ মাদানী নগর আর এস টাওয়ারে জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভায় আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার শুরুতে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল রূপগঞ্জ থানার কমিটির নেতৃবৃন্দের পরিচয় পর্ব শেষে মোঃ ছানাউল্লাহ কে আহবায়ক ও আফজাল হোসেন কে সদস্য সচিব করে ২৯ সদস্য বিশিষ্ট রূপগঞ্জ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষনা ও মতবিনিময় অনুষ্ঠানে জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জিএম সুমন মুন্সি বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা জিয়া সৈনিক দল তার সাথেই কাজ করবো , আমাদের এখন থেকেই জনগনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইবো। বিগত ১৬ বছর যাবত আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে কমিটি গঠন তো দূরের কথা কোন আলোচনা সভাই করিতে পারি নাই। গত ৫ ই আগস্ট এর ছাত্র জনতার আন্দোলনে বাকশালী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার দেশ থেকে পলায়নের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার সুঘ্রাণ পেতে শুরু করেছে। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছেন আমাদের সে অনুযায়ী সামনে অগ্রসর হতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আপনারা যারা কমিটিতে আছেন সুনামের সাথে এলাকায় কাজ করবেন, দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করবেন না। যদি কারো বিরুদ্ধে চাদাঁবাজি সন্ত্রাসীর অভিযোগ পাওয়া যায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।
উক্ত কমিটি ঘোষনা অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার আহবায়ক জিএম সুমন মুন্সির সভাপতিত্বে ও মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম, জেলার যুগ্ন আহবায়ক মোঃ আসাদুজ্জামান প্রধান মিন্টু, নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক আলী ইমরান, সদস্য সচিব কবির হোসেন, সদস্য নাসির উদ্দীন। সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানার সহ সাধারন সম্পাদক ও নাসিক ১নং ওয়ার্ড সভাপতি ওমর ফারুক জয়, ফতুল্লা থানার সভাপতি আক্তার হোসেন, সোনারগাঁও থানার আহবায়ক সালাহউদ্দিন আহমেদ, মহানগর সদস্য জাকির হোসেন, আবদুর রহিম সিদ্ধিরগঞ্জ থানার দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ, নাসিক ৩নং ওয়ার্ড সভাপতি আবদুস সামাদ, ৪নং ওয়ার্ড আহবায়ক মোঃ খোকনসহ নারায়ণগঞ্জ জেলা ও থানার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।