বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
একটি মহল তারেক রহমানের চরিত্র হননের দুঃসাহস দেখিয়েছে: ফখরুল আবু সাঈদ-মুগ্ধদের জাতীয় বীর ঘোষণা করতে হাইকোর্টের রুল চানখারপুলে ৬ হত্যা : সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ আসামির বিচার শুরু নারায়ণগঞ্জ কে আজ থেকে চাদাঁবাজ-সন্ত্রাস মুক্ত ঘোষণা দিলেন সাবেক সাংসদ গিয়াস উদ্দিন যেকোনও সময় সারাদেশে চিরুনি অভিযান চালানো হতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রস্তাবে একমত দলগুলো : জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদন লাগবে ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির ইসির প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দিতে বললো এনসিপি সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও ২ মাস বেড়েছে পরিচ্ছন্ন ও সুন্দর নারায়ণগঞ্জ গড়ার জন্য সাবেক কাউন্সিলর সাদরিলের আহবান
Headline
ইসির প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দিতে বললো এনসিপি
আপডেট : রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ৪:০৫ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। ইসির প্রতীকের তফসিল থেকে নৌকা বাদ দিতে আইনি ভিত্তি সিইসির কাছে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।

রোববার (১৩ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যর প্রতিনিধি বৈঠকে বসেন।

বৈঠকে এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে, তাই নিবন্ধন স্থগিত থাকা দলের প্রতীক তফসিলে থাকতে পারে না। তাই গত তফসিল সংশোধনের জন্য যে প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি, সেখান থেকে নৌকা প্রতীকটি বাদ দেওয়ার আইনি ভিত্তি আমরা ইসির কাছে তুলে ধরেছি। সিইসি বলেছেন, তারা বিষয়টি পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা নেবেন।

গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেয় ইসি, যা ওইদিনই আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠায়। ইসির সিদ্ধান্তে সমালোচনা করে এনসিপি। ২২ জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। আবার তার আগে মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন নাগরিক ঐক্য ১৭ এপ্রিল একই প্রতীক চায়। এছাড়া দুটি দলই শাপলা নিয়ে একাধিকবার বৈঠকও করে ইসির সঙ্গে। শাপলা নিয়ে এই কাড়াকাড়ির মধ্যেই প্রতীকটি তফসিল অন্তর্ভুক্তই করেনি ইসি।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন