

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রিয় যুগ্ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল বলেছেন বাংলাদেশের তরুন সমাজ বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় তাই অন্তবর্তী সরকারের কাছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দেয়ার জন্য আহবান জানান। বুধবার (২৮) মে ঢাকার নয়া পল্টনে বিএনপি আয়োজিত তারুন্যেও সমাবেশে নেতাকর্মী নিয়ে যোগ তিনি সংবাদিকদের এ কথা বলেন।
গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, আজকের এ সমাবেশ প্রমান করে দেশের তরুন সমাজ বিএনপিকে চায়, তরুন সমাজ তারেক জিয়াকে চায়। তরুন সমাজ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকেই চায়। তাই কোন টালবাহানা না করে আসছে ডিসম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের ব্যাবস্থা করার জন্য অন্তবর্তী সরকারের কাছে আহবান জানান। নির্বাচন নিয়ে টালবাহানা এ দেশের জনগন তরুন সমাজ মেনে নিবে না প্রয়োজনে এ দেশের তরুন সমাজ আবারো রাস্তায় নামতে বাধ্য হবে।
সাদরিল বলেন, বাংলাদেশকে গণতন্ত্রে রূপ দিতে হবে। অবিলম্বে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। জনগণ চায় গণতন্ত্র। আমরা সরকারকে সেজন্য সহযোগিতা করেছি। সহযোগিতা থাকবে। কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। না হলে বিক্ষুব্ধ তরুণ সমাজের আন্দোলনে কিন্তু অন্তর্র্বতী সরকার পালাতে পারবে না। তিনি বলেন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি ১৫ বছর ধরে জেল জুলুমের শিকার হয়েছে। এটা সরকারকে উপলদ্ধি করতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, করেছি করবো। আওয়ামী লীগের সময় যেমন গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ করেছি, তেমনি রাজপথে থেকে গণতন্ত্রকে উদ্ধার করবো। বুধবার ঢাকার তারুণ্যের সমাবেশে যোগ দিতে সকালেই নারায়ণগঞ্জ থেকে শতাধিক গাড়িবহরে হাজারো নেতাকর্মী নিয়ে ঢাকায় উপস্থিথ হন গোলাম মুহাম্মাদ সাদরিল।