বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
ভারতের হামলার জবাব দিতে সেনাবাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন

 

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি (এনএসসি) ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র, বিমান ও ড্রোন হামলাকে ‘যুদ্ধপূর্ব প্ররোচনা ছাড়াই আক্রমণ’ ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের স্পষ্ট ঘটনা হিসেবে নিন্দা জানিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এনএসসি পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ভারতের হামলায় নিহত নিরীহ নারী-শিশুদের মৃত্যুকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

এনএসসির বিবৃতিতে বলা হয়, ভারত ইচ্ছাকৃত বেসামরিক এলাকা, মসজিদ ও বাসস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা যুদ্ধাপরাধের শামিল। কমিটি সতর্ক করে দিয়ে বলেছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির সম্পূর্ণ দায় ভারতের।

বৈঠকে জাতিসংঘ সনদের ধারা ৫১-এর অধীনে আত্মরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার পাকিস্তানের অধিকার পুনর্ব্যক্ত করা হয়। পাকিস্তানের সেনাবাহিনীকে ‘প্রয়োজনীয় পাল্টা ব্যবস্থা’ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এনএসসি পাকিস্তানি আকাশসীমা রক্ষায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার জন্য সেনাবাহিনীর ভূমিকাও প্রশংসা করে।

পাকিস্তান বিশ্বসমাজকে ভারতের বিরুদ্ধে জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। এনএসসি শান্তির প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেছে, আমরা কখনোই আমাদের জনগণের ক্ষতি বা ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন মেনে নেবো না।

গত ২৪ ঘণ্টায় ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতের দাবি, পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে তারা ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা’ চালিয়েছে। অন্যদিকে, পাকিস্তান এটিকে অজুহাত হিসেবে দেখছে এবং কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবি করছে।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন