বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
ভারত-পাকিস্তান নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি, ৭ বেসামরিক ব্যক্তি নিহত
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন

 

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানে ভারতের হামলার প্রতিক্রিয়ায় নিয়ন্ত্রণরেখাজুড়ে (লাইন অব কন্ট্রোল) গোলাগুলি করেছে দুই দেশের সেনাবাহিনী। পাকিস্তানের গুলি ও বোমাবর্ষণে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত সাত জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

পাকিস্তানে ভারতের বিমান হামলার পর উভয় দেশের সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর তীব্র গোলাগুলি করেছে। ভারত দাবি করছে, নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানি সেনাদের গোলাগুলি ও শেল বর্ষণে অন্তত সাত জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন।

সম্প্রতি কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিনদুর বা সিঁদুর অভিযান। দিল্লির আগ্রাসনকে যুদ্ধ ঘোষণার সুস্পষ্ট ইঙ্গিত বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।

সিঁদুর হচ্ছে বিবাহিত সনাতনী নারীদের একরকম অনুষঙ্গ। লাল রঙের গুঁড়ো সিঁথিতে ব্যবহার করা হয়। কাশ্মীরের সন্ত্রাসী হামলায় একাধিক পুরুষকে হত্যা করায় অনেক নারী স্বামীহারা হয়েছেন। সম্ভবত এই ঘটনা এবং সনাতন দেবী কালীর শাস্তির প্রতি ইঙ্গিত করতে অভিযানের নাম সিঁদুর রাখা হয়েছে।

ভারতের দাবি, তারা পাকিস্তানে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব ঘাঁটি থেকে ভারতে হামলা চালানোর পরিকল্পনা চলছিল বলে তারা অভিযোগ করেছে।

এদিকে, পাকিস্তানের দাবি তাদের ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে।

প্রাথমিকভাবে, ভারতের হামলায় আট জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল পাকিস্তান। তবে বুধবার ভোরে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন বলে তাদের কাছে সর্বশেষ তথ্য এসেছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র রয়টার্সকে জানান, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ভারতের দিক থেকে এই দাবির পক্ষে বা বিপক্ষে বক্তব্য পাওয়া যায়নি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের চার সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তিনটি যুদ্ধবিমান রাতে বিভিন্ন স্থানে বিধ্বস্ত হয় এবং তিন জন পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন