

কুতুবদিয়া প্রতিনিধি
এম এ হোছাইন আলী:
সাগরে ফিশিং বোট ডাকাতি করার সময় কক্সবাজারের মহেশখালীর চ্যানেলে বাকঁখালী নদীর মোহনা থেকে ৬ জলদস্যুকে আটক করে র্যাব ১৫। এ সময় আটকৃত জলদস্যুদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ ও দেশীয় ধারালোঅস্ত্র এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটকৃত জলদস্যুরা হলেন, কুতুবদিয়ার লেমশীখালী ইউনিয়নের মাহমুদ উল্লাহর পুত্র মো. বাদশা (২৭) একই ইউনিয়নের সিকদার পাড়ার রহিম উল্লাহর পুত্র মো. মারুফুল ইসলাম (২২), দক্ষিণ ধূরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জুলেখা বিবির পাড়ার মো. ইসমাইলের পুত্র রায়হান উদ্দিন (২২) একই ইউনিয়নের পেচাঁরপাড়ার মৃত কবির আহমদের পুত্র এরশাদুল ইসলাম (২০) একই ইউনিয়নের শাহারুম সিকদার পাড়ার মো. ইউনুসের পুত্র মো. রাফি (১৯) এবং চট্টগ্রামের ইপিজেডের ৩৯ নম্বর ওয়ার্ডের নারিকলতলা ( সেইলর কলোনি) মো. আবু বক্করের পুত্র মো. আল আমিন (২৫)।