শুক্রবার, ২৩ মে ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
Headline
ভ্যাটিকানের উদ্দেশ্যে কাতার ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

 

বিশেষ সংবাদদাতা :

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ার জন্য কাতার থেকে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২৫ এপ্রিল) কাতারের স্থানীয় সময় ৯টা ২৫ মিনিট (বাংলাদেশ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে) প্রধান উপদেষ্টা কাতার ত্যাগ করে ভ্যাটিকানের উদ্দেশ্যে রওনা হন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। কাতারের রাষ্ট্রীয় প্রটোকল প্রধান ইব্রাহিম বিন ইউসুফ আব্দুল্লাহ ফাখরু দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান।

তিনি জানান, প্রধান উপদেষ্টা ইতালির স্থানীয় সময় অনুযায়ী দুপুর ২টা ১৫ মিনিটে রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে অভ্যর্থনা জানাবেন।

রোমে পৌঁছানোর এক ঘণ্টা পর শুক্রবার বিকেল ৩টা ১৫ মিনিটে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কয়ারে গিয়ে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে ভ্যাটিকান সিটির জন্য পোপের পক্ষ থেকে নিযুক্ত ভাইসার জেনারেল এমিনেন্স কার্ডিনাল মাওরো গামবেত্তি প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের প্রতিনিধিদলকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন। শনিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা পুনরায় সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে যাবেন।

রোববার (২৭ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) লিওনার্দো দা ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হবেন এবং সোমবার ভোরে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন