সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন স্থরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মঙ্গলবার ১নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার সভাপতি গোলাম মোস্তফা সুমন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন । এ সময় তিনি বলেন, ঈদে আমরা সব সময় এই প্রত্যাশা করি যে, দেশের সব মানুষের মধ্যে আনন্দ আসবে এবং আনন্দের সঙ্গে তারা ঈদুল ফিতর পালন করবেন। আমরা এই দিনে আমাদের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি মহান আল্লাহর কাছে ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক শফিকুল ইসলাম (অনলাইনে যুক্ত ছিলেন) , বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আবু সাঈদ (সাদেক), জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ন আহবায়ক ফকরুল ইসলাম, জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক হাজী ফেরদৌস ওরফে বিজয়, জিয়া সৈনিক দলের ১নং ওয়ার্ড সভাপতি ওমর ফারুক জয়. ৭নং ওয়ার্ড আহবায়ক মোঃ সুমন, জিয়া সৈনিক দলের নেতা মনির হোসেন মনির, হাজী আঃ আজিজ সৈনিক দলের ১নং ওয়ার্ড সহ সভাপতি, রবিউল ইসলাম সৈনিক দলের ১নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাক, সৈনিক দলের ১নং ওয়ার্ড যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ইমন, সৈনিক দলের ৭নং ওয়ার্ড সিনিয়র যগ্ন আহবায়ক মোঃ মামুনসহ বিভিন্নস্তরের নেতাকর্মীবৃন্দ। সার্বিক তত্বাবধায়নে সৈনিক দলের ১নং ওয়ার্ড দপ্তর সম্পাদক মোঃ খোকন ।