

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল এর পক্ষ থেকে প্রায় তিন শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৩০ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড আজিবপুর সর্দারপাড়া এলাকায় ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় গোলাম মুহাম্মাদ সাদরিল বলেন, আমরা ক্ষুদ্র সামর্থ্য নিয়েই মানুষের পাশে দাঁড়ানোর ও ঈদের আনন্দ ভাগাভাগির করার চেষ্টা করেছি। দেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামীলীগের চাদাবাজি, সন্ত্রাসী, লুটতরাজের রাজনীতি আর দেখতে চায় না। মানুষ শান্তি চায়, ন্যায্যমূল্যে নিত্যপন্য চায়, শ্রমিক তার ন্যায্য মজুরির নিশ্চয়তা চায়। বিএনপি মানুষের মৌলিক চাওয়া পাওয়া পূরনের রাজনীতি করছে। আমরা নতুন বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞ। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের জালাল উদ্দিন কলিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ স্থানীয় নেতৃবৃন্দ।