

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
মাদক কে না বলুন স্লোগান সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড আটি ওয়াপদা কলোনীতে মরহুম ইসহাক স্মৃতি দিবা রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট এর আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাতে ফাইনাল খেলা ও পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অত্র এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট ক্রীয়া সংগঠক ও বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের নারায়ণগঞ্জ জেলার যুগ্ন আহবায়ক আবু সাঈদ (সাদেক) , সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, জিয়া সৈনিক দলের সদস্য হোসেন মুন্সি, মনির হোসেন, জাকির হোসেন, ওমর ফারুক , আল আমিন শ্যামল, আঃ হেলাল খোকনসহ জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানাও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী এবং এলাকার গণ্যামান্য ব্যাক্তিবর্গ।
সিদ্ধিরগঞ্জের বিশিষ্ট ক্রীয়া সংগঠক ও বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন বলেন বিগত সরকার প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের আখড়া বানিয়ে রেখেছিল। তাই সমাজের যুব সমাজ দিন দিন ধ্বংসের দিকে যাচ্ছিল। বিএনপি সরকার সবসময় মাকদকে না বলে। সামনের দিনে সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য বেচা-কেনা বন্ধ থাকবে। পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ থাকবে বলে অঙ্গীকার করেন।
গোলাম মোস্তফা সুমন আরো বলেন, সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজন ভালো পরিবেশ। একটা সময় ছিল যখন ফাঁকা জায়গা, খেলার মাঠ এবং স্কুল-কলেজের খেলার চত্বর খেলাধুলার কর্মকাণ্ডে মুখর থাকত। মাঠ দখল, মাঠে স্থাপনা নির্মাণ, স্কুল, মাদ্রাসা ও কলেজের মাঠ খেলাধুলা ছাড়া বাণিজ্যিক ও অন্যান্য কাজে ব্যবহার না করার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। কিন্তু সরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানগুলোর সদিচ্ছার অভাবে এর বাস্তবায়ন দেখতে পাওয়া যাচ্ছে না। মাঠের অভাবে, সুস্থ পরিবেশের অভাবে বিভিন্ন পর্যায়ের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা নেই।