শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
Headline
রামপালে সুন্দরবন মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন l
আপডেট : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

আব্দুল্লাহ শেখ,রামপাল (বাগেরহাট) || রামপাল উপজেলার একমাত্র মহিলাদের উচ্চ শিক্ষা বিদ্যাপীঠ সুন্দরবন মহিলা কলেজের ২৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সুন্দরবন মহিলা কলেজের পরিচালনা পর্ষদের আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম উপস্থিত থেকে ২ দিনব্যাপী এ প্রতিযোগীতার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ও সভাপতিত্ব করেন ওই কলেজের অধ্যাক্ষ শেখ খালিদ আহমেদ। সহকারী অধ্যাপক মো. গোলাম ইয়াছিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দীকা মানি, উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন। এ সময় অত্র কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. মোক্তাদির হোসেনসহ শিক্ষকবৃন্দ, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবু্র রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, সদস্য আব্দুল্লাহ শেখ,বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কলেজ ক্যাম্পাসে দাড়িয়ে কৃষিবিদ শামীম তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশা শরীর চর্চা জরুরী। ক্রীড়া সাংস্কৃতিক চর্চা শরীর ও মনকে সুস্থ্য রাখে। জুলাই বিপ্লবের পরে দেশ রাহুর দশা থেকে মুক্ত হয়েছে। ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী খুনি হাসিনা বিদায় হয়েছে। তার দোষররা এখনও ঘাপটি মেরে দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে আর যাতে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। তিনি সকলের শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক পদ্ধতিতে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন