শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
Headline
মাদকের মামলায় দম্পতির কারাদণ্ড
আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ৬:১২ অপরাহ্ন

নগরীর কোতোয়ালী থানার এক হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় এক দম্পতিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডিতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার হোয়াইক্যাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার মৃত আব্দুর ছমতের ছেলে আবুল মঞ্জুর (৪০) ও তার স্ত্রী নুর জাহান বেগম (৩৭)।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এক দম্পতিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর নগরের কোতোয়ালী থানার মেরিনার্স রোড ওমর আলী মার্কেট মদিনা এজেন্সী দোকানের সামনে থেকে আবুল মঞ্জুর ও তার স্ত্রী নুর জাহান বেগমকে গ্রেফতার করা হয়।  এ সময় আবুল মঞ্জুরের কাছ থেকে ৯০০ ও নুর জাহান বেগমের কাছ থেকে ১ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদক আইনে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করলে ২০২২ সালের ১ মার্চ অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন