

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বিএনপি গণমানুষের দল বিএনপি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দায়িত্ব নেয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল । সোমবার ( ১৩ জানুয়ারি ) নাসিক নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ কার্য়ালয়ে ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সুবিধা বঞ্চিত ৩ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ আহ্বান জানান।এ
সময় সাদরিল বলেন, এই শীতে অল্প উপার্জনকারী, গরিব-অসহায় মানুষ প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। শীতে তাদের কষ্ট লাগবে বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক ও দেশের সামর্থ্যবানদের অসহায় শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা জরুরি। তিনি আরও বলেন, দেশের নিম্ন আয় ও ফুটপাথের মানুষসহ সারাদেশের অসহায় মানুষ শীতের কষ্টে দিশাহারা। বিশেষ করে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষ শীতে অনেক দুর্ভোগ পোহাচ্ছে।
সাদরিল আরো বলেন, আমরা অনেকেই সৌভাগ্যবান যে, শীতের দিনগুলোতে গরম পোশাক পরিধান করে শীতকালের সৌন্দর্য উপভোগ করি। কিন্তু এমন অনেকেই আছেন, যারা প্রচণ্ড ঠান্ডায় পর্যাপ্ত পোশাকের অভাবে তীব্র কষ্টে রয়েছেন। তিনি বলেন, এসব হতদরিদ্র শীতার্ত মানুষেরা যাতে করে এই তীব্র ঠান্ডায় কষ্ট না পায়, তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সহ সভাপতি আহসান উল্লাহ মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনা, জসিম উদ্দিন বুলবুল, রেহান উদ্দিন মামুনসহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের থানা ও ওয়ার্ডেও নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।