শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
Headline
মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার মাজারে শ্রদ্ধা জানালেন সাদরিল
আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :

মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল সহ নেতাকর্মীরা।

রবিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর জিয়াউর রহমানের কবরে এ শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতারা। রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে ফুলেল শ্রদ্ধা ও দোয়া পাঠ করেন নেতারা।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি’র ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় সভাপতি শামা ওবায়েদসহ জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা থেকে আগত মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের নেতাকমৃীরা। এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে স্লোগান দিতে থাকেন মাজার ফুল দিতে আসা নেতারা।

এসময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল সাংবাদিকদের বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১১ সেক্টরের কমান্ডার ছিলেন। তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা করেন। নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেন এবং নেতৃত্ব দেন। এদেশ সকল ধর্মের মানুষের। তাই সবার ঐক্যবদ্ধ চেষ্টায় দেশ রক্ষা করতে হবে। বাংলাদেশ গঠনে মহান মুক্তিযোদ্ধাদের ভূমিকা অপরিসীম একথা ভুলে গেলে চলবে না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন