

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫নং ওয়ার্ড এলাকার সিদ্ধিরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’র লিফলেট বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদলির সোমবার বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের বাজার , কলাবাগ, ওমরপুর ও মাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শুরু করেন। প্রায় ঘণ্টাব্যাপী সিদ্ধিরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর অফিসের সামনে এসে লিফলেট বিতরণ শেষ হয়।
এ সময় গোলাম মুহাম্মাদ সাদলির বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আগামীদিনে যদি আল্লাহ ক্ষমতায় আনেন তাহলে তিনি ৩১ দফা বাস্তবয়ন করবেন। আমাদের জাতির জন্য ভবিষৎ প্রজন্মের জন্য এমন একটা অবস্থা হবে যে, আর কেউ কখনও কোন অন্যায় করার সাহস পাবে না। আমাদের ছাত্রদের আর জীবন দিতে হবে না। আমাদের রাস্তায় আর সংগ্রাম করতে হবে না। এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীসহ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।