শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
Headline
কয়রায় ১ম স্ত্রীকে তলাক দিয়ে ২য় স্ত্রী থাকা অবস্থায় পর নারীর সাথে পরকীয়া করা অবস্হায় আটক।
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৩:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার মো: সাইফুজ্জামান সুমন। কয়রায় ১ ম স্ত্রীকে তালাক দিয়ে ২য় স্ত্রী থাকা অবস্থা ফারুক হোসেন ও আসমা খাতুন নামে দুইজন আটক। ফারুক হোসেন (৪২)পিতা মোহাম্মদ সাইফুল শেখ, সাং মহেশ্বরীপুর, থানা -কয়রা জেলা খুলনা ও আসমা খাতুন( ৪০)পিতা মৃত সাবু মালি, সাং ২নং কয়রা, থানা -কয়রা জেলা -খুলনা। উভয়কে ইংরেজি ১২ /১১ /২৪তারিখ রাত অনুমানিক ১২: ৪৫ মিনিটে কয়রা থানাধীন ৫নংকয়রা ইউনিয়নের ২ নংকয়রা গ্রামস্থ আসমা খাতুনের বসত বাড়িতে হাজির হইয়া স্থানীয় জনগণ হাতেনাতে আটক করে।উল্লেখিত আসমীগনকে আটককৃত অবস্থায় কয়রা থানার সাব ইন্সপেক্টর, আশিক বাহারের কাছে হস্তান্তর করে। এ সম্পর্কে আশিক বাহারের কাছে জানতে চাইলে তিনি বলে গ্রেফতারকৃত আসামি তাদের সম্পর্কে কিছুই জানায়নি । সূত্র কয়রা থানা জিডি নাম্বার ৫০৮। তারা ঘটনার অস্বীকার করে এবং নাম ঠিকানা অস্বীকার করায় ফৌ: কা: বি:৫৭ধারায় উদ্ধার করিয়া নিজ হেফাজতে গ্রহন করি এবং সর্বশেষ তাদের নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে উল্লেখিত নাম ঠিকানা প্রকাশ করে আমি ঘটনার বিষয় সংক্রান্ত স্থানীয় ভাবে গোপনে ও প্রকাশ্যে তদন্ত করি।তদন্ত কালে জানা যায় যে আসামি দয় দীর্ঘদিন যাব একে অন্যের সাথে অনৈতিক কাজের সাথে লিপ্ত থাকে। ঘটনার তারিখ ও সময় অনৈতিক কাজের সাথে লিপ্ত থাকায় তাদেরকে স্থানীয় জনগণধৃত করে উল্লেখিত আসামিদ্বয় অসামাজিক কার্যকাণ্ডে লিপ্ত থাকায় সূত্রে উল্লেখিত ডায়েরি সংক্রান্তে তাদের আটক রাখার নির্দেশ দেয়া হয়।ঘটনায় উল্লেখিত আসামি ফারুক হোসেন ১ম স্ত্রী কে বিভিন্নভাবে শারীরিক মানসিক নির্যাতন করত।ফলে ১ম স্ত্রী সাথের বিবাহ বিচ্ছেদ হয়।১ম স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদের ফলে ২য় বিবাহ করে তার এ সংসারে ৪ বছরের একটি কন্যা সন্তান আছে।এহেন ব্যক্তি সমাজকে নষ্ট করছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন