

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে শুক্রবার ( ১নভেম্বর) সকাল আনুমানিক ১০টার সময় কাশিপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ফরাজিকান্দার এলাকায় ডেঙ্গু মশক নিধন কর্মসুচি পালন করা হয়েছে। জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক এর উপস্থিতিতে এ কর্মসুচি পালন করা হয়েছে। এর আগে ফতুল্লা থানাধীন কাশিপুর ফরাজিকান্দা ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দদের সাথে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদেক বলেন, সৈরাচার সরকারের প্রেতাত্মাদের সকল ষড়যন্ত্র আমরা রুখে দেব। আমাদের নেতাকর্মীদের ওপর আওয়ামী সরকার নির্যাতন ও অত্যাচার চালিয়েছে। যুবদল নেতা-কর্মীরা আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মামলা-হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীরা সব সময় মানুষের কল্যানে কাজ করেছে, এখনো যে কোন দুর্যোগ মোকাবেলায় যুবদলের নেতা-কর্মীরা জনগনের পাশে থাকবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার যুবদলের সভাপতি, মোঃ সাদেকুর রহমান সাদেক এবং সভাপতিত্ব করেন,৫নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলু, ইয়ার হোসেন, ইকবাল হোসেন আমান উল্লাহ, কাজী সাইফুল ইসলাম শাহীন,ও শরীফ হোসেন সরদার, শামীম,ও হোসেন মুন্সী, শরীফ মুন্সী।