শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:১১ অপরাহ্ন
Headline
বিএনপি’র নামে কেউ সন্ত্রাসী চাঁদাবাজী ও দখলদারীত্ব করলে কোন ছাড় নেই : জি.এম সাদরিল
আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

বিএনপি ও আমাদের পরিবারের নামে কেউ সন্ত্রাসী, চাদাঁবাজি ও দখলদারীত্ব করলে কোন ছাড় দেয়া হবে না বলে কঠোর হুশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মোহাম্মাদ সাদরিল। বুধবার বিকেলে সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডে তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে সাদরিল এ কথা বলেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, বিএনপি অথবা আমার পরিবারের নাম ভাঙ্গিয়ে কেউ দখলবাজি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড করলে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

গোলাম মোহাম্মাদ সাদরিল বলেন, সিদ্ধিরগঞ্জের বিভিন্নস্থানে একটি কুচক্রি মহল বিএনপি ও আমাদের পরিবারের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে বলে জানতে পেরেছি , আমি তাদের উদ্দেশে বলতে চাই বিএনপি ও আমাদের পরিবার নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম বন্ধ করুন না হলে আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

চাঁদাবাজি ও দখলবাজি বিএনপি রাজনীতি না. কেউ করলে কঠোর হস্তে দমন করা হবে । তিনি বলেন রাজনীতি করতে গিয়ে গত ১৭ বছর সাধারন মানুষের ভোটের কথা বলতে গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের সরকার আমার নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে,জেল খেটেছি,নির্যাতিত হয়েছি, বাড়ি ঘরে ঘুমাতে পারিনি, বার বার কারা বরণ করতে হয়েছে তবুও নীতি আদর্শ থেকে স্বৈরাচারী সরকার বিচ্যুতি ঘটাতে পারেনি। সন্ত্রাসী চাঁদাবাজদের সাথে আমার কোন সম্পর্ক নেই আমি সব সময় চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি কুচক্রী মহল আমাদের পরিবারের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাদের নামে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে।

বিএনপির নামে যারা চাঁদাবাজি দখলবাজি করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ও আহবান জানিয়েছেন গোলাম মোহাম্মাদ সাদরিল । তিনি বলেন, মহাসড়কের শিমরাইল মোড়ে ক্ষুদ্র ব্যবসায়ী ও পরিবহন থেকে কেউ চাঁদা দাবি করলে তাকে প্রশাসনের কাছে তুলে দেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এছাড়াও শিমরাল ট্রাক টার্মিনাল, আদমজী ইপিজেড ও এসও এলাকা থেকেও বিএনপির নামে চাঁদাবাজির খবর পাচ্ছি। এ বিষয়ে গোলাম মোহাম্মাদ সাদরিল বলেন, বিএনপি ও আমাদের কোন লোক শিমরাইল ট্রাক টার্মিনাল এবং আদমজী ইপিজেডের সাথে জড়িত নেই। বিএনপির যত বড়ই নেতা হোকনা কেন দখলবাজি চাঁদাবাজির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন