বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
Headline
মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ২:৫৯ অপরাহ্ন

 

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজধানী মিরপুর কচুক্ষেত এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৪ অক্টোবর) সকালে এই বিক্ষোভ করেন তারা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৩০০ থেকে ৪০০ পোশাকশ্রমিক সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন। এ সময় মিরপুর ১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, গত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তাদের তিন মাসের বেতন আটক আছে। এই বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত পোশাকশ্রমিকরা আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে টানা চার দিনের পূজার ছুটি শেষে আজ অফিস-আদালত খুলেছে। এতে রাজধানী ফিরছে স্বরূপে। তবে শ্রমিকদের সড়ক অবরোধ ও আন্দোলনের কারণে এ এলাকার অফিসগামী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, বকেয়া বেতন আদায়ের দাবিতে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেড গার্মেন্টসের ৩০০ থেকে ৪০০ শ্রমিক সড়ক অবরোধ করেছিলেন। তারা প্রায় এক-দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। তবে এখানে কোনো ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

তিনি বলেন, গার্মেন্টসের মালিক আগামীকালকের মধ্যে বেতন পরিশোধ করবেন, এই আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। এখন ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন