রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হল শাওনের জানাযা!  বগুড়ার মোকামতলা পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার  দিনাজপুরে একদিনে ৮ জনের মরদেহ উদ্ধার বীরগঞ্জে লিচু পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বীরগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন জামাই গ্রেফতার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ভাঙ্গায় ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গায় সোনাখোলা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত  তোমাকে হারাতে যদি হয় রামপালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন। সিলেটের ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে হত্যার হুমকির নিন্দা ও প্রতিবাদ
Headline
সিলেটে দুর্গাপূজায় নিরাপত্তার নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

 

বিকাল বার্তা ডেস্ক>>

সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে করতে সিলেট মহানগর পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বছর মোট ১৫২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এস‌এমপির মোতায়েনকৃত অফিসার ও ফোর্সের ব্রিফিং বুধবার সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার- ফোর্সদের ব্রিফিং প্রদান করেন।

 

ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার তার বক্তব্যে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয়-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

তিনি বলেন, ডিউটিতে নিয়োজিত ফোর্সদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সাথে ডিউটি পালন করতে হবে। বিশেষ করে রাতের বেলায় সর্তক অবস্থায় ডিউটি এবং টহল বাড়াতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না। পুলিশ বাহিনীর কাজ খুবই গুরুত্বপূর্ণ যা অন্য কারো দ্বারা সম্ভব নয়, এই ধারনাটি মানুষের মাঝে ধরে রাখার জন্য সঠিকভাবে কাজ করতে হবে । মানুষের কল্যাণ করতে হবে , মানুষের কল্যাণের চেয়ে বড় কিছু আর হতে পারে না। জনকল্যানের মাধ্যমে আমাদের পুলিশ আর জনগনের মাঝে যে দূরত্ব তা দূর করতে হবে।কোন অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। মাঠে অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন এসএমপি‘র অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে বিভিন্ন মন্ডপে স্হায়ী ডিউটি ছাড়াও মোবাইল ও স্ট্রাইকিং পার্টি কাজ করবে।এছাড়া ডিবি ও সিআরটির টিম ও মাঠে থাকবে।সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে। যেকোনো গুজব এবং অপপ্রচার প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন