শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই : সাবেক কাউন্সিলর সাদরিল
আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০৮ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ড চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জ স্টেডিয়াম শীতলক্ষ্যা নদীর পার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিল। প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মাদ সাদরিল বলেন, দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নানা সংকটের মুখোমুখি। দেশের অর্থনীতি চাপে রয়েছে, বেকারত্ব বেড়ে চলেছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এই সময় উত্তরণে যুবসমাজের ভূমিকা অনেক। আর যুবসমাজকে থেমে থাকা থেকে মুক্তি দিতে খেলাধুলা অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তিনি আরও বলেন, খেলাধুলা যুবসমাজের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলী, দলগত কাজের মানসিকতা ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। বর্তমান সময়ে খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তোলা সম্ভব, যা তাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সহায়ক হতে পারে। যুবসমাজকে সঠিক পথে ধরে রাখার জন্য খেলাধুলা খুবই প্রয়োজনীয়।

সাদারিল আরো বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই তাই আমাদের যুব সমাজকে রক্ষা করতে এই ৫নং ওয়ার্ড চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। তিনি বলেন, আমাদের দল সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য কাজ করছি। মানুষের মৌলিক অধিকার, বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা এবং জীবিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য আমাদের রাজনৈতিক কর্মসূচিগুলো সাজানো হয়েছে। তিনি যুবসমাজকে অনুপ্রাণিত করে বলেন, আপনারা দেশের ভবিষ্যৎ। আপনাদের মেধা ও শ্রম দিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তাই আজকের এই ফুটবল টুর্নামেন্ট কেবল একটি খেলা নয়, এটি আপনাদের ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। থেমে না থেকে আপনারা সামনের দিকে চলতে শুরু করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রিফাত রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোঃ মবিনুর রহমান, ফুটবলার কোচ মোঃ চাঁন মিয়া চান্দু। আরো উপস্থিত ছিলেন মোঃ বুলবুল আহমেদ, জালাল উদ্দিন কলিসহ এলাকার যুব সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন