রবিবার, ২৫ মে ২০২৫, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হল শাওনের জানাযা!  বগুড়ার মোকামতলা পুলিশ ফাঁড়ির অভিযানে ৪ কেজি গাঁজাসহ ১জন গ্রেফতার  দিনাজপুরে একদিনে ৮ জনের মরদেহ উদ্ধার বীরগঞ্জে লিচু পাড়তে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু বীরগঞ্জে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন জামাই গ্রেফতার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে ভাঙ্গায় ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গায় সোনাখোলা যুব সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত  তোমাকে হারাতে যদি হয় রামপালে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন। সিলেটের ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে হত্যার হুমকির নিন্দা ও প্রতিবাদ
Headline
আমি ব্যাবসায়ীদের পাশে আছি সিদ্ধিরগঞ্জ বাজার সমিতির সাথে মতবিনিময় সভায় কাউন্সিলর সাদরিল
আপডেট : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৪২ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ বাজার বনিক সমিতি, দোকান মালিক নের্তৃবৃন্দ ও স্থানীয় ব্যাবসায়ীদের সাথে মত বিনিময় সভা করেছে নারায়ণগঞ্জ নিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মোহাম্মাদ সাদরিল। শনিবার সন্ধ্যা ৭ টায় সিদ্ধিরগঞ্জ বাজার সমিতির অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাজার সমিতির পক্ষ থেকে কাউন্সিলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সমিতির নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ বাজার সমিতির ব্যাবসায়ী ও বিএনপি নেতা রেহান উদ্দিন মামুন, আবু তাহের , আবুল হোসেন, জাহাঙ্গীর আলম , মামুনসহ বাজারের স্থানীয় ব্যাবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মতবিনিময় সভায় কাউন্সিলর সাদরিল বলেন, আপনারা সবাই নির্ভয়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করবেন, কাউকে চাঁদা না দেওয়া, ভয় না পাওয়াসহ যেকোনো প্রয়োজন হলে বা কেউ কোনো প্রকার বিরক্ত করলে আমাকে জানাবেন আপনারা কোনো ভয় পাবেন না, আমি সার্বিকভাবে আপনাদের পাশে আছি। তিনি আরো বলেন, এই দেশ আমার আপনার সবার। আমরা সবাই জন্মগতভাবে এই দেশের নাগরিক। এখানে সবার সমান অধিকার। আপনারা নির্ভয়ে জীবনযাপন করুন। কাউকে চাঁদা দেবেন না, কারও উড়ো হুমকিতে ভয় পাবেন না। কেউ চাঁদা চাইলে বা বিরক্ত করলে প্রশাসনকে জানান, আমাদেরকে জানান। তারা যদি আমাদের দলীয় কেউও হয়ে থাকে তবুও তাদের কোনো ছাড় নেই। আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব।

এসময় কাউন্সিলর সাদরিল সাধারন নাগরিকদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের সমস্যা আমাদের জানান। যেন আমরা কাজ করতে পারি। আপনার ঘরের ভেতরে কী হবে আমি জানি না। কিন্তু আপনি যদি বলেন, আপনার ঘরে মশা কামড়াচ্ছে বা কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের জানান। আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমাদের সুযোগ দিন। আমরা জনগণের হয়ে কাজ করছি। আমার জনগণের কাছে একটাই অনুরোধ- আমাদের ওপর আস্থা রাখুন। সহযোগিতা করে আমাদের কাজ করার সুযোগ দিন। আমি জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।

 

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন