

জাকির হোসেন :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিল বলেছেন, সিদ্ধিরগঞ্জ তথা আমার ৫নং ওয়ার্ডকে ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজানো হচ্ছে। আমার ওয়ার্ডে কোন মাদক ব্যাবসা, চাদাঁবাজি ও সন্ত্রাস চলবে না । যারা এতদিন এগুলোর সাথে জড়িত ছিলেন তাদের আইনের মুখোমুখি করা হবে।
বুধবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উন্নয়ন মুলক কাজের পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। জিএম সাদরিল বলেন, আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমার ওয়ার্ডে মাদক ও সন্ত্রাসের স্থান হবে না। মাদক ব্যবসায়ীরা যে দলেরই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে। মাদক মুক্ত করতে প্রশাসনের প্রতি আমার সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন আমার ওয়ার্ড হবে পরিস্কার পরিছন্ন আমি এ ধারা যতদিন আছি অব্যাহত রাখবো।
জিএম সাদরিল বলেন, কোনো এলাকার উন্নয়নের পেছনে ওই এলাকার গুণী মানুষদের অবদান থাকে। মানসিকতার উন্নয়ন খুবই জরুরি। তাই কোনো রকমের হীনম্মন্যতার পরিচয় দেবেন না। তিনি ভালো লেখা ও তথ্য দিয়ে মাসিক অথবা ত্রৈমাসিক কাগজ বের করার পাশাপাশি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। জিএম সাদরিল বলেন আরও বলেন, শিক্ষা, যোগাযোগ, মানসিক সহ সবদিক দিয়েই নাসিক ৫নং ওয়ার্ড এখন অনেক এগিয়ে রয়েছে।