বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
পঞ্চগড়ের দেবিগঞ্জে হিট স্ট্রোকে হাসান আলী ওরফে হাসান( ৪০) নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু
আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ৬:০৩ অপরাহ্ন

 

মোঃওয়াহেদুল করিম,স্টাফ রিপোটার:

পঞ্চগড়ের দেবিগঞ্জে হিট স্ট্রোকে হাসান আলী ওরফে হাসান( ৪০) নামে এক প্রাইভেট কার চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় উপজেলার দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে হিট স্ট্রোকে আক্রান্ত হন আহসান আলী।পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার।

হিট স্ট্রোকে মারা যাওয়া হাসান আলী দেবিগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলিপাড়া এলাকার মৃত হাসেম আলীর ছেলে। তিনি কালিগঞ্জ বাজারের মেসার্স সাবু ট্রেডাস নামক একটি প্রতিষ্ঠানের প্রাইভেট কার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কালিগঞ্জ বাজার সংলগ্ন শুকাতু প্রধান উচ্চ বিদ্যালয়ের পুকুর পাড়ে প্রাইভেট কার ধোঁয়ার জন্য নিয়ে যান হাসান আলী। তিনি সেখানে গাড়ি ধুচ্ছিলেন এবং মুঠোফোনে কথা বলছিলেন। হঠাৎ করে অসুস্থ বোধ করেলে পাশে থাকা লোকজনকে তাকে ধরতে বলে মাটিয়ে লুটিয়ে পড়েন আহসান আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করে,তাতে ব্যার্থ হলে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে  মৃত্যু হয় আহসান আলীর।

হিট স্ট্রোকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়।তিনি বলেন,গতকাল সন্ধ্যায় আহসান আলী নামে এক ড্রাইভার হিট স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আজকে সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন