বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
শেখ হাসিনা গত তিন নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি : মুহাম্মাদ গিয়াস উদ্দিন
আপডেট : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

 

স্টাফ রির্পোটার :

নারায়নগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শেখ হাসিনা গত তিন নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচনের জন্য। অন্তর্বতীকালীন সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দিয়েছে। আসন্ন নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। যত ষড়যন্ত্র করুক নির্বাচনকে ব্যাহত করতে। মানুষ সচেতন আছে আমরা এই ষড়যন্ত্রের মোকাবিলা করবো। নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (২১ সেপ্টেম্বর) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির নির্বাচনী প্রচারণামূলক পথসভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমি দুঃসময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে ছিলাম। আন্দোলনে নেতৃত্ব দিয়েছি। নারায়ণগঞ্জের পাঁচটি আসনেই যেন বিএনপি জয়লাভ করে সেটা আমাকে দেখতে হবে। আপনারা ধানের শীষে ভোট চাইবেন। প্রার্থী কে দেখার প্রয়োজন নেই। যেই মনোনয়ন পাক, আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন। এই এলাকায় অনেক মুরুব্বি ছিলেন যারা আজ দুনিয়ায় নেই। তারা আমাকে এত স্নেহ করতো। আজ তাদের জন্য দোয়া করা ছাড়া কিছু করার নেই। আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।

জিয়াউর রহমান এ দল গড়েছিলেন। পরবর্তীতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এ দলকে নেতৃত্ব দিয়ে সমৃদ্ধ করে। বর্তমানে তাদের সুযোগ্য সন্তান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছেন। এই এলাকার মানুষের বিএনপি সৃষ্টির পর থেকেই তাদের দরদ। আপনারা ধানের শীষের জন্য ভোট দিয়েছেন এবং ভোট চেয়েছেন। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া ও তারপরে জনাব তারেক রহমান।
তিনি আরো বলেন, তারেক রহমান দীর্ঘ সতেরো বছর বিদেশে থেকেও আমাদের পথ দেখিয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে গেছে। যাদের দাম্ভিকতা ছিল তারা সবাই পালিয়েছে। এখন বাংলাদেশের মানুষ বিএনপির কাছে অনেক কিছু প্রত্যাশা করে। এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন