

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী গোলাম মুহাম্মদ সাদরিল বলেছেন, সিদ্ধিরগঞ্জের সকল ব্যাবসায়ীদের প্রতি আমার অনুরোধ থাকবে কেউ চাঁদা চাইলে চাঁদা দিবেন না। এই ব্যাপারে সবাই সতর্ক থাকবেন। বিএনপি’র যারা কর্মী আছেন তারাও সতর্ক থাকবেন, আপনারা ব্যাবসায়ীদের কাছে যাবেন, কেউ যদি বিএনপির নামে অথবা কোন নেতার নামে চাঁদা চায়, তাকে ধরে সোজাসুজি আইনের হাতে তুলে দিবেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ফুটপাত ব্যাবসায়ীদের নিকট চাঁদাবাজ প্রতিরোধে লিফলেট বিতরনের সময় তিনি একথা বলেন।
সাদরিল বলেন, আমাদের কর্মসূচি চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের নির্দেশে শিমরাইল মোড়ের প্রতিটি দোকানে দোকানে চাঁদাবাজদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করেছি। যদি কেউ বিএনপি অথবা আমার পরিবারের নামে কোন দোকান ফুটপাত অথবা যে কোন জায়গা থেকে চাদাঁ দাবি করে তাকে সরাসরি প্রশাসনের হাতে তুলে দিবেন । যদি আপনারা না পারেন তাহলে বেধে রেখে আমাদের খবর দিবেন আমরাই ব্যাবস্থা নিবো। আমি আপনাদের কাছে আমার নাম্বারসহ ভিজিটিং কার্ড দিয়ে যাচ্ছি কোন ভয় না পেয়ে সরাসরি সবকিছু আমাকে জানাবেন । এ সময় তিনি ফুটপাতের ব্যাবসায়ীদের সাথে খোলামেলা আলোচনা করেন এবং সবাইকে চাদাঁবাজদের বিরুদ্ধে সর্তক করেন।
সাদরিল আরো বলেন, বিএনপিতে চাদাঁবাজদের কোন স্থান নেই আমি চাদাঁবাজদের প্রতি কঠোর হুশিয়ারি দিয়ে বলতে চাই আপনি বিএনপি করেন ভালো কথা তাই বলে আপনাকে কেউ চাদাঁবাজির লাইসেন্স দেয়নি। বিএনপি’র নাম বিক্রি করে চাদাঁবাজি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। যারা চাদাঁবজি করে তারা বিএনপি’র কেউ না তারা ফ্যাসিস্টদের দোসর। এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।