

নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার (৫ আগস্ট) “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের মানিক মিয়া এভিনিউতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো আয়োজিত হবে। এ উপলক্ষে ওই এলাকায় যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডিএমপি জানায়, সংস্কৃতি-বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং থাকছে স্পেশাল ড্রোন শো ও ব্যান্ড পরিবেশনা। এ অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত প্রায় ১২টা পর্যন্ত চলবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে— সকাল ১১টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা, দুপুর আড়াইটা থেকে “ফ্যাসিস্টের পলায়ন” উদযাপন। বিকাল ৫টা থেকে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্পেশাল ড্রোন শো, রাত ৮টার দিকে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’ এর পরিবেশনা হবে।
যান চলাচলে নিয়ন্ত্রণ
অনুষ্ঠান চলাকালে মানিক মিয়া এভিনিউয়ের খেজুর বাগান ক্রসিং থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অংশে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। এ কারণে আয়োজনে অংশগ্রহণকারী ও সাধারণ জনসাধারণকে বিকল্প রুট ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়ক ব্যবস্থাপনা
১. আড়ং ক্রসিং (পশ্চিম প্রান্ত): মিরপুর রোড বা মোহাম্মদপুর থেকে আসাদগেট হয়ে খেজুর বাগান/ফার্মগেটগামী যানবাহন আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা দক্ষিণ দিকে ধানমন্ডি-২৭ হয়ে মিরপুর রোডে চলাচল করবে।
অপরদিকে, দক্ষিণ দিক থেকে আগত যানবাহন আড়ং ক্রসিংয়ে ডান দিকে মোড় না নিয়ে সোজা উত্তরে গিয়ে গণভবন ক্রসিং হয়ে বিজয় সরণি রুটে চলবে।
২. খেজুর বাগান ক্রসিং (পূর্ব প্রান্ত):
ইন্দিরা রোড থেকে আসা যানবাহন খেজুর বাগানে সোজা না গিয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে লেক রোড ও গণভবন হয়ে ধানমন্ডি যাবে।
ধানমন্ডিগামী যানবাহনের জন্য ফার্মগেট এক্সিট র্যাম্প না ব্যবহার করে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
৩. ফার্মগেট ক্রসিং: ফার্মগেট থেকে মানিক মিয়া এভিনিউ/মিরপুরগামী যানবাহনগুলোকে ফার্মগেট থেকে সোজা বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং রুটে চলাচলের অনুরোধ করা হয়েছে।
৪. গণভবন ক্রসিং: মিরপুর রোড থেকে দক্ষিণগামী যানবাহনকে সোজা না গিয়ে গণভবনে বামে, এরপর লেক রোড হয়ে বিজয় সরণি হয়ে ফার্মগেট গমনের পরামর্শ দেওয়া হয়েছে।
৫. আগারগাঁও-শিশু মেলা সড়ক ব্যবহার: মানিক মিয়া এভিনিউ হয়ে চলাচলকারী যানবাহনগুলোর জন্য আগারগাঁও থেকে শিশুমেলা পর্যন্ত সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
পার্কিং ও জনসাধারণের জন্য নির্দেশনা
অনুষ্ঠানে অংশ নিতে ব্যক্তিগত বা ভাড়া করা যানবাহনে আগত দর্শনার্থীদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে আগারগাঁওয়ের পুরান বাণিজ্য মেলার মাঠে।
ডিএমপি রাজধানীবাসীকে ৫ আগস্ট জাতীয় সংসদ ভবন এলাকা ও আশপাশের সড়কগুলো এড়িয়ে বিকল্প রুটে চলাচলের অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে যানজট ও ভোগান্তি এড়াতে।