বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
ডিএনডির জলাবদ্ধতার নিরসনের দাবিতে জেলা প্রশাসককে গিয়াসউদ্দিনের স্মারকলিপি
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

চলতি বর্ষা মৌসুমে টানা বৃষ্টিপাতের কারণে নারায়ণগঞ্জের ডিএনডি বাদে ভিতর বসবাসরত প্রায় ৩০ লক্ষ মানুষ জলাবদ্ধতায় ভোগান্তি চরমে। ইতিমধ্যে ভারীগণ বৃষ্টিপাতের কারণে ঘরবাড়ি, রাস্তা-ঘাট, হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় পানির নিচে তলিয়ে ভয়ানক রূপ ধারণ করেছে। বর্তমান সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করে রবিবার (৩আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির উদ্যোগে জলাবদ্ধতা নিরসনের জন্য মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এসব কথা বলেন।

স্বৈরশাসকের যারা ছিল এখানে ক্ষমতধর তাদের কাছে আবেদন নিবেদন করেছে যে আমাদের দুঃখ দুর্দশা কথা ভেবে এই এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। তাদের পক্ষ থেকে বার বার আশ্বাস দিয়েছে কোন কাজ হয়নাই। নারায়ণগঞ্জের গডফাদার বক্তব্য দিয়ে বলেছে সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এনেছে। ডিএনডির মানুষের জলাবদ্ধতা দূর করার জন্য। কিন্তু কোন মানুষ এই কাজ দেখে নাই। কোন উপকার পায়নাই। সামান্য বৃষ্টিপাত হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় । এই জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট যেমন তলিয়ে যায়, বাড়িঘর তলিয়ে যায় শিল্প কলকারখানা, স্কুল কলেজ মাদ্রাসায় ধর্মীয় প্রতিষ্ঠানে মানুষ যাতায়াত করতে পারে না,বাজার সদাই করতে পারে না,বাড়িঘরের ভিতরে এমন ভাবে পানি প্রবেশ করে আছে যে জনজীবন সম্পন্ন বিপন্ন। বারবার তারা দাবী করেছে জলাবদ্ধতা নিরসন করার জন্য।

আমি ইতিমধ্যে দুই দুইবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এই জলাবদ্ধতা দূর করে জনগণের দুর্দশা লাগব করার জন্য অনুরোধ করেছি যার অনুলিপি আমি জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে দিয়েছি আপনারা জানেন এগুলো সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

আজকে আমরা মাননীয়া জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্থানীয় সরকার উপদেষ্টা নিকট স্মারকলিপি প্রদান করব আমরা আশা করব নারায়ণগঞ্জের জেলা প্রশাসন আমাদের এই জনগণের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে আমাদের এই স্মারকলিপি কতটুকু বাস্তবসম্মত এবং নেয়সম্মত বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট আমাদের এই স্মারকলিপি পৌঁছে দেবেন। এবং আপনারা অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তিনি জলাবদ্ধতার সমাধানের লক্ষ্যে আরো বলেন, আমরা জানি আমাদের বানবাসি মানুষেরদুঃখ দুর্দশা দূর করার জন্য জেলা প্রশাসক ইতিমধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রয়াস নিয়েছেন। এজন্য ধন্যবাদ কিন্তু এই ক্ষুদ্র প্রয়াসে হবে না। এটার জন্য আমরা দুটি প্রস্তাব দিয়ে যাচ্ছি এখন
একটি হচ্ছে সর্বকালীন ট্রাস্ট প্রোগ্রাম করতে হবে। যে করেইহোক বিশেষ ব্যবস্থায় এখন যেই জলাবদ্ধতা তা নিরসনের জন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় হচ্ছে দীর্ঘমেয়াদী।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন