

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিঠুর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম মুহাম্মাদ সাদরিল। দোয়া পরিচালনা করেন ওমরপুর শাহী জামে মসজিদের খতিব মুফতী বেলাল হোসাইন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নাসিক ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আবদুল মান্নান মনা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র একেএম শামসুল হকসহ সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও নাসিক ৫নং ওয়ার্ডের নেতাকমৃীরা।