

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সাংসদ, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মাদ গিয়াস উদ্দিনের পক্ষে চাদাঁবাজ-সন্ত্রাস প্রতিরোধে সাধারন মানুষ ও ব্যাবাসায়ীদের সচেতন করার জন্য লিফলেট বিতরন করা হয়েছে । মঙ্গলবার (২৯ জুলাই) সকালে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা শাখার কমিটির উদ্যোগে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল মিজমিজি, চিাগাংরোড. সিআিই খোলা হীরাঝিলসহ বিভিন্নস্থানে সাধারন মানুষ, ব্যাবসায়ী ও পথচারীদের মাঝে সর্তকতা মুলক চাদাঁবাজ-সন্ত্রাস প্রতিরোধে লিফলেট বিতরন করা হয়েছে।
চাদাঁবাজ-সন্ত্রাস প্রতিরোধে লিফলেট বিতরনের সময় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানা কমিটির নেতৃবৃন্ধ এলাকার সাধারন মানুষ, ব্যাবসায়ী ও পথচারীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি’র নাম পরিচয়ে কোথাও কোন চাদঁবাজি সন্ত্রাসী কর্মকান্ড করতে দিবো আমরা সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের পক্ষে সাধারন মানুষ ও ব্যাবসায়ীদের সর্তক করতে এই লিফলেট বিতরন কর্মসুচি পালন করছি এবং আগামীতেও আমাদের এই কর্মসুচি অব্যাহত থাকবে ।
এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মেহেদী হাসান, সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন পুলক, সাংগঠনিক সম্পাদক রাজিব, নাসিক ৫নং ওয়ার্ড মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।