

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা ও সিদ্ধিরগঞ্জ থানা শাখা । এসময় অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দোয়া করা হয়। সোমবার (২৮ জুলাই) বাদ জোহর জিয়া সৈনিক দল সিদ্ধিরগঞ্জ থানা কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন, জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম, জেলার যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান প্রধান মিন্টু, নারায়ণগঞ্জ মহানগর আহবায়ক আলী ইমরান, যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন, আবুল কাশেম, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মনির হোসেন, সহ সভাপতি সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা রেনু বেগম , মহানগর সদস্য জাকির হোসেন, আবদুর রহিম, শহিদ হোসেন, নাসিক ২নং ওয়ার্ড আহবায়ক আবুল হাশেম, ৪নং ওয়ার্ড আহবায়ক খোকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় মাদ্রাসার মুফতী হাফেজ মাওলানা নজরুল ইসলাম। নিহতদেরর মাগফিরাত কামনায় স্থানীয় মাদ্রাসায় হাফেজ ছাত্রদের মাধ্যমে কোরআন খতম করা হয়েছে।
এ সময় জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলার আহবায়ক গোলাম মোস্তফা সুমন বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এই দুর্ঘটনা আমাদের সতর্ক করে দিয়েছে। আশা করি, গঠিত তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটন করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। জিয়া সৈনিক দলের জেলার সদস্য সচিব শফিকুল ইসলাম বলেন, আমরা আহতদের জন্য দোয়া করে যাচ্ছি এবং তাদের সুস্থতা না হওয়া পর্যন্ত এই দোয়া অব্যাহত থাকবে। জিয়া সৈনিক দল পরিবার এই শোকের সময়ে গভীরভাবে মর্মাহত।
গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ৩১ জন নিহত হন। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী।