

নিজস্ব প্রতিবেদক :
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সারা দেশে যেকোনও সময় চিরুনি অভিযান চালানো হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রবিবার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে এ তথ্য জানান তিনি।
মিটফোর্ড হত্যাকাণ্ডের বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এ ধরনের ঘটনা কোনও সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় এ পর্যন্ত সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ছয় জনকে ভিডিও ফুটেজের মাধ্যমে শনাক্ত করা হয়। এ হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনও শিথিলতা ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এ হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত হয়েছে।
মিটফোর্ড হত্যাকাণ্ডসহ সারা দেশে আরও যেসব হত্যা ও অন্যান্য ঘটনা ঘটেছে, সব বিষয়ে আলোচনা হয়েছে। সব অপরাধীকে আইনের আওতায় আনা হবে। খুলনা হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীও এসব বিষয়ে তৎপর রয়েছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর পাশাপাশি ছাত্র-জনতাসহ সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেয়। কোনও ঘটনা ঘটলে সেটা যাতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।
তিনি বলেন, অপরাধী অপরাধীই। তা সে যে দলেরই হোক না কেন। রাজনৈতিক অথবা অন্য কোনও পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না এবং ভবিষ্যতেও দেওয়া হবে না। কোনও অপরাধীকেই পুলিশ প্রশ্রয় দেবে না।