বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
তেহরান থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে যাওয়ার ব্যবস্থা করছে দূতাবাস
আপডেট : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

 

ডেস্ক রিপোর্ট :

ইরান-ইসরায়েলের যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। সহসাই এই যুদ্ধ থামার তেমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে ইতোমধ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত তেহরান থেকে নিরাপদ জায়গায় চলে গেছেন। তিনি যেখানে অবস্থান করছেন, আগ্রহী বাংলাদেশিদেরও তেহরান ত্যাগ করে সেখানে বা তার আশেপাশে চলে যেতে বলা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (১৮ জুন) জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তেহরানের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ খুবই সীমিত। এ কারণে তথ্য পেতে অনেক বিলম্ব হচ্ছে। তবে, আমরা জানি, আগ্রহী বাংলাদেশিদের তেহরান থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, ‘সোমবার (১৬ জুন) রাতে ঝুঁকি থাকার কারণে রাষ্ট্রদূত নিরাপদ জায়গায় চলে গেছেন। তিনি যে জায়গায় আছেন, অন্য বাংলাদেশিদেরও সেখানে থাকার ব্যবস্থা করা সম্ভব। তবে এখনও পর্যন্ত কতজন বাংলাদেশি আগ্রহ প্রকাশ করেছেন, সেই তথ্য আমাদের হাতে নেই।’

সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘ইরানের পরিস্থিতি বুঝে রাষ্ট্রদূত এবং দূতাবাসকে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। ইন্টারনেট সংযোগ সীমিত হওয়ার কারণে তাদের পক্ষে সবসময় আমাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে তাদেরকে অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।’

তিনি বলেন, ‘যদি কোনও বাংলাদেশি ইরান ছেড়ে সীমান্তবর্তী কোনও দেশে যেতে চান, তবে পরিস্থিতি অনুযায়ী সর্বতো সহায়তা দেবে বাংলাদেশ দূতাবাস। এজন্য অর্থ, লজিস্টিক, ভিসাসহ যেকোনও ধরনের সহায়তা দেওয়া হবে।’

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন