বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
পশুর চ্যানেলে নাবিকদের হাত-পা বেঁধে বাণিজ্যক জাহাজের মালামাল লুট
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

 

বিশেষ প্রতিনিধি, খুলনা:

মোংলা বন্দরের পশুর চ্যানেল অবস্থানরত এমভি সেজুঁতি নামক বাণিজ্যিক জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রের মুখে জাহাজের নাবিক ও ষ্টাফদের জিম্মি এবং মারধর করে দস্যুরা মুল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় দস্যু দলের মারধরে তিন নাবিক গুরতর আহত হয়েছেন। সোমবার ভোর রাতে বন্দরের পশুর চ্যানেলের বেসক্রিক এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইন্সের খুলনাস্থ ম্যানেজার শরিফ জাহিদুল করিম অমিত জানান, বাংলাদেশী প্রতিষ্ঠান পিএনএন শিপিং লাইন্সের মালিকানাধীন এমভি সেজুঁতি জাহাজটি ভারত থেকে পাথর বোঝাই করে গত বছরের ২২জুন মোংলা সমুদ্র বন্দরের চ্যানেলের বেসক্রিক এলাকায় নোঙ্গর করে পণ্য খালাস কাজ সম্পন্ন করে। বন্দরে অস্থানকালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে এ জাহাজটি বেশ কিছু দিন ধরে বন্দর চ্যানেলে নোঙ্গরে রয়েছে। এ জাহাজটিতে চীফ অফিসারসহ ৭  নাবিক ও ষ্টাফ ছিল। বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটিতে সোমাবার ভোর রাতে একটি ফিশিং ট্রলারে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হানা দেয় ১৪ জনের একটি জলদস্যু দল। এ সময় জাহাজে থাকা নাবিকদের রশি দিয়ে হাত-পা বেঁধে প্রায় দুই ঘন্টাব্যাপী তান্ডব চালায় দস্যু দলের সদস্যরা। এ সময় দস্যুরা জাহাজের পণ্য খালাসে ব্যবহৃত গ্রাফস্ট, জাহাজ বাঁধার ওয়াররোফ রোফ, ইঞ্জিনে ব্যবহৃত বেয়ারিং, বিপুল পরিমাণ জ্বালানী তেল, মোবিল ও রসদসহ বিভিন্ন ধরণের মালামাল লুটে নেয়। এছাড়া নাবিকদের ব্যবহৃত ৭টি মোবাইল ফোনও কেঁড়ে নেয় দস্যুদলের সদস্যরা। সশস্ত্র দস্যুদের মারধরে জাহাজের ৩ নাবিক আহত হয়েছে। তাদের শিপিং এজেন্টের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

 

শরিফ জাহিদুল করিম অমিত আরো জানান, মোংলা বন্দর চ্যানেলে থাকা এ জাহাজটিতে এনিয়ে ৩ দফায় দস্যুরা হানা দিয়ে জাহাজটিতে লুটপাট চালায়। সর্বশেষ সোমবার ভোর রাতে জাহাজের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল অস্ত্রের মুখে লুট করে জলদস্যুরা। তিনি আরো বলেন, এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও পুলিশসহ অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 

এ বিষয়ে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার হারুন অর রশীদ জানান, কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে লুন্ঠিত মালামাল উদ্ধার ও জলদস্যু দলকে ধরতে অভিযান শুরু হয়েছে।

এদিকে বন্দর চ্যানেলে থাকা বাণিজ্যিক জাহাজে ডাকাতির প্রসঙ্গে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি, হারবার বিভাগকে অবহিত করা হয়েছে৷ এছাড়া খোঁজ খবর নেয়াসহ সকল প্রশাসনকে জানানোসহ বন্দরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া হবে বলেও জানায় বন্দরের এ কর্মকর্তা।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন