বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জিয়া সৈনিক দল নাসিক ৩নং ওয়ার্ড আহবায়ক কমিটি ঘোষনা জনগণের অধিকার আদায়ে দলকে শক্তিশালী করতে হবে : গিয়াসউদ্দিন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল ফতুল্লা থানার পুর্ণাঙ্গ ও সোনারগাঁও থানার আহবায়ক কমিটি ঘোষনা নাসিক ৭ নং ওয়ার্ডে সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের পক্ষে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন সিদ্ধিরগঞ্জে অসুস্থ বিএনপি নেতাদের খোঁজখবর নিলেন সাদরিল সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের এপিএস নির্বাচিত হওয়ায় সাদরিলকে সংর্বধনা সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল গ্রেপ্তার নগর ভবনে হামলার দায় উপদেষ্টা আসিফের ঘনিষ্ঠদের: ইশরাক পৃথিবীর সর্বনাশের জন্য আমরা আসামি : প্রধান উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে সাবেক সাংসদ গিয়াস উদ্দিনের আহবানে করোনা প্রতিরোধে লিফলেট বিতরন
Headline
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে মুক্তিযুদ্ধ প্রজন্মদলের দোয়া ও ইফতার মাহফিল
আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় সিদ্ধিরগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযুদ্ধ প্রজন্ম দল শাখা (২৬ মার্চ) বুধবার বিকেলে নাসিক ৫নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ প্রাঙ্গণে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাহবুব মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের কেন্দ্রীয় সহ সভপতি ও ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি মো: সাইফুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি , বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহ সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মুহাম্মাদ সাদরিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের ঢাকা উত্তরের সভাপতি মোহাম্মাদ ওবায়দুর রহমান ও কেন্দ্রীয় সদস্য মো: জাকির হোসেনসহ নারায়ণগঞ্জ মহানগর,ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মদলের নেতৃবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন ওমরপুর জামে মসজিদের খতিব।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, শেখ হাসিনাসহ তার মন্ত্রীপরিষদের সবাই এই দেশে নানা অপকর্ম করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। এদেশের সাধারণ জনগণের হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করে বাড়ি গাড়ি করেছে। বিএনপি এদেশের জনগণের দল। বিএনপি জনগণের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এসেছে এবং আগামী দিনেও জনগণের পাশে থাকবে।
তিনি আরো বলেন, ফ্যাসিবাদীরা পালিয়ে গিয়েছে কিন্তু তার দোসররা এখনও এদেশে রয়েছে। ফ্যাসিবাদের দোসররা যেন জনগণের ভাগ্য নিয়ে আগামী দিনে আর ছিনিমিনি খেলতে না পারে সেই দিকে সকলকে খেয়াল রাখতে হবে। বিএনপি যে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলন সংগ্রামে রাজপথে আছে, সেই আন্দোলনকে যেন তারা কোন প্রকার বাধাগ্রস্ত না করতে পারে সেই দিকে সকল নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান। এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়াও ইফতার মাহফিলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন