শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন
Headline
কয়রায় গিলাবাড়ী স্কুলের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

 

স্টাফ রিপোর্টারঃ মোঃ সাইফুজ্জামান সুমন।

খুলনার কয়রা গিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । সোমবার (৩ মার্চ) সকাল আটটার দিকে স্কুল ভবনের জানালা দিয়ে আগুনের ধোঁয়া স্থানীয়রা দেখতে পায়। পরে এলাকার জনগণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে ইস্কুল ভবনের ৪র্থ তালার চিলিকোঠার সামনে থাকা বিস্কুটের খালি প্যাকেট পড়ে গেছে এছাড়া আর কোন ক্ষয়ক্ষতি দেখা হয়নি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে সকাল আটটার স্কুল ভবনের জানালার ফাঁক দিয়ে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে স্কুলের তালা খুলে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। তারা আরো বলেন রমজান মাসে স্কুল বন্ধ থাকার সুযোগ পেয়ে কিছু বখাটে লোকজন। স্কুলের নবনির্মিত একটি ভবনের দেয়াল বেয়ে ৪র্থ তলায় চিলিকোঠার সামনে হয়তো ধূমপান করতেগিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। গিলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মোঃ লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই যে আমাদের স্কুলের জানালা দিয়ে আগুনের ধোয়া বের হচ্ছে। পরে লোকজন এক জায়গায় হয়ে আমি বাড়ি থেকে চাবি নিয়ে আসি। এসে তালা খুলে স্থানীয় সবাইকে নিয়ে আগুন নিয়ন্ত্রণ করি।তিনি আরো বলেন স্কুলের নতুন নির্মিত ভবনের দেয়াল বেয়ে বখাটে লোকজন স্কুলের ৪র্থ তালায় উঠে সন্দেহ জনক মনে হচ্ছে ধুমপান করেছিল। ওই ভবনে আমাদের কিছু বিস্কুটের খালি প্যাকেট রাখা ছিল। ধূমপানের আগুন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করি। তিনি আরো বলেন বিষয়টি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবহিত করেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার পাল বলেন, স্কুলের হেড স্যার আমাকে ফোন দিয়ে জানিয়েছেন স্কুলের ৪র্থ তলায়। চিলিকোঠায় আগুনের ঘটনা ঘটেছে। আগুনের ধোয়া দেখতে পেয়ে এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণ করেছেন বলে জানা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন