শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান রাতের আধারে বোরখা পরে পালিয়েছে : সাদরিল
আপডেট : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৯:২৫ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আওয়ামীলীগের গডফাদার সাবেক সাংসদ নেতাকর্মীদের বিপদে ফেলে রাতের আধারে বোরখা পরে পালিয়েছে । তিনি গত ১৭ বছর নারায়ণগঞ্জকে চুষে খেয়েছেন আর আমাদের নেতাকর্মীদের নামে শত শত মিথ্যা মামলা দিয়েছেন। কিন্তু আমাদের নেতা মুহাম্মাদ গিয়াস উদ্দিন কখনো নেতাকর্মীদের পালিয়ে যায়নি। শনিবার সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ৫নং ওয়ার্ড বিএনপি’র জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেছেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মোহাম্মাদ সাদরিল। তিনি বলেন ১৭ বছর আমরা মামলা, হামলার শিকার হয়েছি, ন্যয্য কথা বলতে পারিনি। সাধারন মানুষের ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েও ঠিকমতো দায়িত্ব পালন করতে পারিনি ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের মিথ্যা মামলার কারনে।

এদিকে, ঢাক-ঢোল বাজিয়ে ফুলের সংবর্ধনা নিয়ে, সুস্বজ্বিত করে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের মাঠে আয়োজিত ৫নং ওয়ার্ড বিএনপির জনসভায় অংশগ্রহন করেছেন নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মোহাম্মাদ সাদরিল এর অংশগ্রহণ। এ সময় মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ থানা কমিটির শত শত নেতকর্মীরা সাদরিলের সাথে বিশাল মিছিল নিয়ে জনসভায় অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের মোঃ রাশেদুল হক, বুলবুল আহমেদ, মনজুরুল হক. মোঃ মিঠু, যুবদল নেতা মোঃ ফয়সাল, শোঃ শাহ আলী, আলী মোহাম্মাদ, মোহাম্মাদ সিরাজ, মোঃ হোসেনসহ মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের নেতাকর্মীরা।

জানাযায়, সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের মাঠে আয়োজিত ৫নং ওয়ার্ড বিএনপির জনসভা সফল করার জন্য গত কয়েকদিন যাবৎ দিন-রাত অক্লান্ত পরিশ্রম করেছেন গোলাম মোহাম্মাদ সাদরিল। তার অক্লান্ত পরিশ্রমের জন্য ও সঠিক নিদের্শনায় আজ ৫নং ওয়ার্ড বিএনপি’র জনসভা সফল ভাবে সম্পন্ন হয়েছে। যার কারনে জনসভায় আসা বিভিন্ন ওয়ার্ডের বিএনপি’র নেতাকর্মীর প্রশংসায় ভাসছেন সাদরিল। নেতাকর্মীরা বলেন , একমাত্র গোলাম মোহাম্মাদ সাদরিলের অক্লান্ত পরিশ্রম ও সঠিক নিদের্শনার কারনে ৫নং ওয়ার্ড বিএনপি’র জনসভা সফল হয়েছে। বিএনপি’র অনান্য ওয়ার্ডের থেকে জাকজমক পুর্ন ছিল এই জনসভা এর একমাত্র কৃতিত্ব সাদরিলের।

এ বিষয়ে নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মোহাম্মাদ সাদরিল বলেন, আমি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ৫নং ওয়ার্ড বিএনপি আমার মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের নেতাকর্মীদের নিয়ে গত কয়েকদিন যাবৎ এই জনসভা সফল করার জন্য চেষ্টা করেছি, আমি চেয়েছি অন্য ওয়ার্ডের জনসভা থেকে আমার ওয়ার্ডের জনসভা একটু ভিন্ন রকমের করার জন্য। আমি জানিনা কতটুকু সফল হতে পেরেছি। তবে ৫নং ওয়ার্ডের জনসভা সফল করতে আমার নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি আমার দলের বিশেষ করে ৫নং ওয়ার্ডের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন