

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত জনসভায় নাসিক ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি ও মুক্তিযদ্ধ প্রজম্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক গোলাম মোহাম্মাদ সাদরিলের এর পক্ষে মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের মিছিল নিয়ে যোগদান করেছে নেতাকর্মীরা।
শনিবার (২৬ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওর্য়াড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়। আয়োজিত জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন। এসময় মিছিলে উপস্থিত ছিলেন, নাসিক ৪নং ওয়ার্ড মুক্তিযুদ্ধ প্রজম্ম দলের আবদুস সালাম, মোঃ চান মিয়া, আবুল কাশেমসহ সিদ্ধিরগঞ্জ বিএনপি’র বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।