বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয় ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদন শিগগিরই একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে কমিশন : আলী রীয়াজ মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা সোনারগাঁয়ের পিরোজপুরে গণসংযোগ ও উঠান বৈঠকে সাদরিল যানজটের নগরী আজ ফাঁকা, মূল সড়কে বেড়েছে রিকশার চলাচল বিজয়া দশমী : চলছে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন -সংগ্রাম করে যাচ্ছেন : সাদরিল যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব : অর্থ উপদেষ্টা নির্বাচনে নাশকতার চেষ্টা ঠেকাতে তৎপর র‍্যাব: মহাপরিচালক
Headline
সিলেটে দুর্গাপূজায় নিরাপত্তার নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং
আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

 

বিকাল বার্তা ডেস্ক>>

সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নে করতে সিলেট মহানগর পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বছর মোট ১৫২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এস‌এমপির মোতায়েনকৃত অফিসার ও ফোর্সের ব্রিফিং বুধবার সকাল ১১টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার- ফোর্সদের ব্রিফিং প্রদান করেন।

 

ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার তার বক্তব্যে দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয়-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

 

তিনি বলেন, ডিউটিতে নিয়োজিত ফোর্সদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সাথে ডিউটি পালন করতে হবে। বিশেষ করে রাতের বেলায় সর্তক অবস্থায় ডিউটি এবং টহল বাড়াতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না। পুলিশ বাহিনীর কাজ খুবই গুরুত্বপূর্ণ যা অন্য কারো দ্বারা সম্ভব নয়, এই ধারনাটি মানুষের মাঝে ধরে রাখার জন্য সঠিকভাবে কাজ করতে হবে । মানুষের কল্যাণ করতে হবে , মানুষের কল্যাণের চেয়ে বড় কিছু আর হতে পারে না। জনকল্যানের মাধ্যমে আমাদের পুলিশ আর জনগনের মাঝে যে দূরত্ব তা দূর করতে হবে।কোন অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। মাঠে অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।

 

এসময় উপস্থিত ছিলেন এসএমপি‘র অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ। শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে বিভিন্ন মন্ডপে স্হায়ী ডিউটি ছাড়াও মোবাইল ও স্ট্রাইকিং পার্টি কাজ করবে।এছাড়া ডিবি ও সিআরটির টিম ও মাঠে থাকবে।সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে। যেকোনো গুজব এবং অপপ্রচার প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হবে।

এই বিভাগের আরো খবর
আমাদের পেজ ফলো করুন