জাকির হোসেন :
পাহাড়ি ঢলের প্রবল চাপ ও গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাতে দেশের বেশ কয়েকটি জেলায় এরই মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছেন সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ারসার্ভিস ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। তবে বন্যায় তীব্রতা ভয়াবহ হওয়ায় আরও সাহায্যের প্রয়োজন দুর্গত এলাকাগুলোতে। যার সাহায্যেই এবার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি জিএম সাদরিল। সাহায্যের প্রয়োজনে দুর্গত এলাকাগুলোতে বিতরনের জন্য প্রায় দেড় হাজার পরিবারের জন্য ত্রান সামগ্রী নিয়ে প্রস্তুত কাউন্সিলর টিম। আগামী ৩ সেপ্টেম্বর তিনি নিজে দুর্গত এলাকার মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরন করবেন।
শুক্রবার বিকেলে ৫নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে সাংবাদিকদের সাদরিল বলেন, দুর্গত এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ও পানির প্রবল স্রোত থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বেশিরভাগ এলাকার একচালা ও একতলা পাকাঘর ডুবে গেছে। কোথাও আশ্রয় নেওয়ার মতো অবস্থা নেই। সম্পদ রেখে এক কাপড়েই বসতভিটা ছাড়ছেন অনেকে। একটু নিরাপদ আশ্রয়ের জন্য বাঁচার আকুতি তাদের। খাবার নয়, প্রাণ বাঁচানোই মুখ্য হয়ে উঠেছে মানুষের। আর এ অবস্থায় দুর্গতদের পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমি এবং সিক্রেট অফ ইউর হ্যাপিনেস ইয়ুথ ফাউন্ডেশন (স্মাইল) বাংলাদেশের সিদ্ধিরগঞ্জ শাখার সহযোগীতায় প্রতিদিন দুই শতাধিক সেচ্ছাসবক ও সেচ্ছাসেবী দিন রাত পরিশ্রম করে ত্রানের কাজ সম্পন্ন করেছি। তাদের সার্বিক সহযোগীতায় দুর্গত এলাকায় বিতরনের জন্য আমাদের প্রায় দেড় হাজার পরিবারের জন্য প্রস্তুত করা হয়েছে ত্রান সামগ্রী । আমরা সবার সহযোগীতায় আগামী ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বন্যা দুর্গত এলাকায় ত্রান সামগ্রী বিতরন করবো। আমাদের ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে, একটি পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রীসহ রয়েছে মেয়েদের ন্যাপকিন, শিশুখাদ্যসহ জরুরী পন্য।
কাউন্সিলর সাদরিল বলেন, আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবার ও করব। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। দুর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি। আমরা যে যেখান থেকে পারি বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে সবাই হাত বাড়ালে এ দুর্যোগ আমাদের কিছু করতে পারবেনা ।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.