মোঃ শহিদুল ইসলাম (স্টাফ রিপোর্টার):
বগুড়ায় বাড়ির সামনে থেকে তুলে নিয়ে বাবর আলী নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাতে শহরের ফুলবাড়ী বারুণী মেলার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নারুলী ফাঁড়ির উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পেশায় মুদি দোকানি বাবর আলী বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘সকালে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলা কাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পেরেছি পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতের মেয়ে বীণা বলেন, ‘আমার বাবার আকাশতারা এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেরার পথে বাড়ির সামনে থেকে তাকে ১০-১৫ জন তুলে নিয়ে যায়। তাদের বেশিরভাগের মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলা কেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে গেছে।তিনি আরও বলেন, ‘আমার বাবার সঙ্গে পূর্বশত্রুতা ছিল। তবে তাদের নাম আমি জানি না।এ ব্যাপারে পুলিশের উপপরিদর্শক সাজ্জাদ বলেন, ‘পূর্বশত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবরকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলা কেটে হত্যা করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক
চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম
channel26ltd@gmail.com
১০৭ মতিঝিল বা/এ ( খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০
০১৬২৫৫৫৫০১২
Copyright © 2025 Cannel26 LTD. All rights reserved.